বাকৃবিতে হাল্ট প্রাইজের গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

গতকাল ১৮ ফেব্রুয়ারী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চাষী ভবনের অডিটোরিয়ামে হাল্ট প্রাইজের গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে।

বিকাল ৪:০০ টায় জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাদিয়া ইসলাম জেবু এবং অয়ন দে৷ অনুষ্ঠানের শুরুতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। কুইজ প্রতিযোগিতার তিনটি সেগমেন্ট ছিল- কানেক্ট দ্যা ডট,এক্স কুইজ ইট, ফাইন্ড দ্যা এসডিজিস।

এবারের বিজনেস কম্পিটিশনে ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করেছে ৫টি টিম- টিম প্রমেথিয়ান, টিম ডাইভারজিং, টিম ডাত্তাবেয়ো, টিম প্রতুষ, টিম ট্রিপল জিরো। প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উদ্যাোগতাকারীর সিইও রন মাহেনুর, দ্যা ডেইলি স্টারের সিনিয়র এক্সিকিউটিভ হাসান তাহারিম উল ইসলাম, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অ্যাসিটেন্ট প্রফেসর মাসবাহ উদ্দীন, আভান্তি অ্যারোমার সিইও ইসফাকুল আলম।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় টিম প্রমেথিয়ন, ফার্স্ট রানার্সআপ টিম ডাইভারজিং, সেকেন্ড রানার্সআপ টিম ডাত্তাবেয়ো। এবারের হাল্ট প্রাইজের মিডিয়া পার্টনার হিসেবে ছিল সবুজবাংলাদেশ24.কম।।

  •  
  •  
  •  
  •