বাকৃবিতে পিএইচডি ও এমএস ফেলোশীপের জন্য দরখাস্ত আহ্বান

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের, মাইক্রোবায়োজি ও হাইজিন বিভাগে পরিচালিত বিভিন্ন প্রকল্পে পিএইচডি ও এমএস ফেলোশীপের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে।

প্রকল্প-১: প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (LDDP)

”Development and adaptation of a simple and confirmatory test methods for the detection of viruses of FMDV, LSDV and PPRV from the live and post slaughtered cattle, buffalos, sheep and goat from different slaughter houses of Bangladesh for ensuring supply of healthy meat to the consumers”

পদের নাম : পিএইচডি ফেলো, পদ-সংখ্যা : ১

আবেদনের যোগ্যতা : দেশের যে কোন স্বীকৃত পাবলিক বিশ্ববিদ্যালয় হতে B.Sc Hons. in Microbiology/ DVM with MSc./ MS in Vet Microbiology, Vet. Pathology, Vet. Medicine and Vet. Pharmacology বিষয়ে স্নাতক ও স্নাতোকোত্তর ডিগ্রী থাকতে হবে।

বয়স : সর্বোচ্চ ৪৫ বছর

পদের নাম : এমএস ফেলো, পদ-সংখ্যা : ১

আবেদনের যোগ্যতা : দেশের যে কোন স্বীকৃত পাবলিক বিশ্ববিদ্যালয় হতে B.Sc. Hons in Microbiology/DVM ডিগ্রী এবং প্রার্থীকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাষ্টার্স প্রোগ্রামে ভর্তির যোগ্যতা থাকতে হবে।

আগ্রহী প্রার্থীকে আগামী ১০/৪/২০২৩ তারিখের মধ্যে প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ আবেদন পত্র প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম ( প্রধান গবেষক সংশ্লিষ্ট প্রকল্প) মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগ বরাবর জমা দিতে হবে।

প্রকল্প-২: BAS-USDA

”Isolation an d characterization of emerging infectious and transboundary viral diseases of poultry and their control strategies’

পদের নাম: পিএইচডি ফেলো, পদ সংখ্যা : ১

আবেদনের যোগ্যতা : দেশের যে কোন স্বীকৃত পাবলিক বিশ্ববিদ্যালয় হতে B.Sc Hons.in Microbiology /DVM with MSc/ MS in Vet Microbiology, Vet. Pathology, Vet. Medicine and Vet. Pharmacology বিষয়ে স্নাতক ও স্নাতোকোত্তর ডিগ্রী থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর

আগ্রহী প্রার্থীকে আগামী ১৯/৪/২০২৩ তারিখের মধ্যে প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ আবেদন পত্র প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম (প্রধান গবেষক সংশ্লিষ্ট প্রকল্প) মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগ বরাবর জমা দিতে হবে। বিস্তারিত জানতে ইমেইল- alim_bau@yahoo.co.in   ও মোবাইলে +8801714325562 যোগাযোগ করা যাবে।

উল্লেখ্য যে, আবেদন ও নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহনের জন্য প্রার্থীকে কোন প্রকার টি.এ/ডি.এ প্রদান করা হবে না।

  •  
  •  
  •  
  •  
ad0.3