চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ফল প্রকাশ, পাস ২৯ শতাংশ

নিউজ ডেস্ক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে এ ফলাফল প্রকাশ করা হয়।
এতে ৪২ হাজার ২৪৭ জন শিক্ষার্থীদের মধ্যে পাস করেছে ১২ হাজার ৩৫২ জন। সে হিসেবে পাসের হার ২৯.২৮ শতাংশ। ফেল করেছে ২৯ হাজার ৮৩৮ জন। ফেলের হার ৭০.৭২ শতাংশ।
কলা ও মানববিদ্যা অনুষদের বিভাগ নিয়েই বি ইউনিট। এর মধ্যে বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, আরবি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, আধুনিক ভাষা ইনস্টিটিউট, পালি, সংস্কৃতি, বাংলাদেশ স্টাডিজ, ইসলামিক স্টাডিজ, ফারসি ভাষা ও সাহিত্য এ বিভাগগুলো রয়েছে। গত শুক্রবার ও বৃহস্পতিবার মোট তিনটি পালায় এই ইউনিটের পরীক্ষা হয়েছিল। এতে মোট পরীক্ষার্থী ছিল ৫২ হাজার ৯৯৫ জন। তবে এর মধ্যে উপস্থিত ছিলেন ৪২ হাজার ২৪৭ জন। সেই হিসেবে উপস্থিতির হার ছিল প্রায় ৮০ শতাংশ।
You must be logged in to post a comment.