অধ্যাপক আউয়াল-কে বাকৃবি উপাচার্যের রুটিন দায়িত্ব প্রদান

বাকৃবি প্রতিনিধিঃ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুল আউয়াল-কে ভাইস চ্যান্সেলরের রুটিন দায়িত্ব প্রদান করেছে সরকার। বাকৃবি ২৪তম উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসানের দায়িত্বের মেয়াদ ২৯ মে শেষ হওয়ায় অধ্যাপক আউয়াল-কে এ দায়িত্ব প্রদান করা হয়।
২৯ মে শিক্ষা মন্ত্রনালয়ের উপসচিব মোছাঃ রোখছানা বেগম স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ জারি করা হয়। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক ও আর্থিক কর্মকান্ড পরিচালনার স্বার্থে অধ্যাপক আউয়াল সাময়িকভাবে তার নিজ দায়িত্বের অতিরিক্ত ভাইস চ্যান্সেলরের রুটিন দায়িত্ব পালন করবেন।
বর্তমান ভাইস চ্যান্সেল অধ্যাপক ড. লুৎফুল হাসানের মেয়াদপূর্তিতে পরবর্তী ভাইস চ্যান্সেলর নিযুক্ত না হওয়া পর্যন্ত অধ্যাপক আউয়াল রুটিন দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক আউয়াল ১৯৬৩ সালে ব্রাহ্মণবাড়িয়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৮ সালে মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় ৪র্থ এবং ১৯৮০ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেন। তিনি ১৯৮৪ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (স্নাতক) এবং ১৯৮৯ সালে এমএস ইন এনাটমি (স্নাতকোত্তর) ডিগ্রী লাভ করেন। ১৯৮৮ সালে তিনি বাকৃবি’র ভেটেরিনারি অনুষদের এনাটমি বিভাগে লেকচারার পদে যোগদান করেন।
অধ্যাপক আউয়াল ১৯৯৬ সালে জাপানের ইয়ামাগুচি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় ও কাগোশিমা বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরেট ফেলো হিসেবে কর্মরত ছিলেন।
অধ্যাপক ড. আউয়াল ২০২২ সালের ৩০ শে অক্টোবর থেকে ভেটেরিনারি অনুষদের ডিনের দায়িত্ব পালন করছেন। এছাড়া বিভাগীয় প্রধান, হলের প্রভোষ্টসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক পদে তিনি সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
ড. আউয়াল দেশ বিদেশের বিভিন্ন অনুদান প্রাপ্ত হয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করেন এবং প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ডসহ বিভিন্ন অ্যাওয়ার্ডে ভূষিত হন।