বাকৃবি গবেষকের জার্নাল পেল ১.৪ ইমপ্যাক্ট ফ্যাক্টর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এক গবেষকের বৈজ্ঞানিক জার্নালে ইমপ্যাক্ট ফ্যাক্টর যুক্ত হয়েছে। ১.৪ ইমপ্যাক্ট ফ্যাক্টর যুক্ত বৈজ্ঞানিক এই জার্নালটির নাম “Journal of Advanced Veterinary and Animal Research (JAVAR)”। জার্নালটির ইডিটর বাকৃবি ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি এবং হাইজিন বিভাগের প্রফেসর ড. নাজমুল হুসাইন নাজির। তিনি দীর্ঘদিন ধরে এই জার্নালটির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মানসম্মত বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশ করে আসছেন।
এ বিষয়ে প্রফেসর নাজিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই জার্নালের প্রকাশের উদ্দেশ্য একটাই ছিল যেন তা আন্তর্জাতিক মানের বৈজ্ঞানিক জার্নালে পরিণত হয়। বাংলাদেশের প্রাণিসম্পদ বিষয়ক গবেষণাগুলো যেন বিশ্ব দরবারে সকলের কাছে পৌঁছে যায় এবং আরো উন্নতর গবেষণার দ্বার উন্মোচন হয় সেটিই ছিল এই প্রকাশনার মুখ্য উদ্দেশ্য।
জার্নালে প্রকাশিত হওয়ায় নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে প্রধান এডিটর (এডিটর ইন চিফ) প্রফেসর ড. নাজমুল হুসাইন নাজির বলেন, এর আনন্দ ভাষায় প্রকাশ করার মত নয়। তিনি বলেন, ২০১৪ সালে প্রথম প্রকাশিত হয় এই জার্নাল। এরপর ২০১৭ সালে Scopus, ২০১৮ সালে PubMed, ২০২০ সালে Web of Science এ ধারাবাহিক ভাবে প্রকাশিত হতে থাকে। দীর্ঘ ১০ বছরের নিরলস পরিশ্রমের ফল এটি। ভবিষ্যতে যেন এরকম আরো গবেষণার মাধ্যমে তিনি দেশকে এগিয়ে নিতে পারেন সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন।
জার্নালটির ইম্প্যাক্ট ফ্যাক্টর ( ১.৪) পাওয়ায় তিনি বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক ও গবেষক হিসেবে পরিচালিত এই জার্ণালটি এই বিশ্ববিদ্যালয়কে বিশ্ব র্যাঙ্কিং আরো এগিয়ে নিতে ভূমিকা রাখবেন।