ধুঁকছে বাকৃবির ইন্টারনেট সেবা

বাকৃবি প্রতিনিধিঃ
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট সেবা নিয়ে উঠেছে প্রশ্ন।
১২৫০ একরের বিশ্ববিদ্যালয়টিতে সেন্ট্রাল ওয়াইফাই ও হলগুলোতে শিক্ষার্থীদের ব্যবহারের জন্যে ওয়াইফাই এর ব্যবস্থা থাকলেওবেশিরভাগ সময়ই সেগুলো থাকছে অচল।
ঝড় বৃষ্টি সহ সামান্য কোনো প্রাকৃতিক দুর্যোগে অকেজো হয়ে পড়ছে ইন্টারনেট সেবা। এছাড়াও লোডশেডিং এর কারণের ব্যহতহচ্ছে এই জরুরি সেবা।
বিশ্ববিদ্যালয়টির আবাসিক হলের এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, কোনো কারণে ১০–১৫ মিনিটের জন্যেও বিদ্যুৎ সংযোগবিচ্ছিন্ন হলে বন্ধ হয়ে যায় ইন্টারনেট। এমন কি বিদ্যুৎ আসার পরেও দীর্ঘক্ষণ বিচ্ছিন্ন থাকে ইন্টারনেট সেবা। এই ঘটনানিয়মিতই ঘটছে বলেও জানান তিনি।
হল কর্তৃপক্ষ এবং আইসিটি সেলে অভিযোগ করেও সুফল পাচ্ছেন না তারা।
বিশ্ববিদ্যালয়ের আরেকজন আবাসিক শিক্ষার্থী জানান, সামান্য বৃষ্টি, বাতাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগেও সহসাই বন্ধ হয়ে যাচ্ছেইন্টারনেট। ফলে অনেক সময় জরুরি কাজ করতেও বাধার সম্মুখীন হচ্ছেন তারা। এমনকি সাপ্তাহিক ছুটির দিনগুলোতেলোকবলের অভাবে মিলছে না ইন্টারনেট সেবা।
এই ব্যপারে আইসিটি সেল থেকে জানানো হয়, সাপ্তাহিক দিন গুলোয় লোকবল না থাকায় সঠিক সময়ে সার্ভার চালু করা যায়না, ফলে বন্ধ থাকে ইন্টারনেট সেবা।
ইন্টারনেট সেবা ব্যহত হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় এলাকায় মোবাইল সিমের নেটওয়ার্ক কিছুটাকম পাওয়া যায় বলে অনেকেরই ভরসা এই ওয়াইফাই। এছাড়াও বর্তমান আধুনিক শিক্ষাব্যবস্থায় ইন্টারনেট এক অপরিহার্যঅংশ।
তাই ইন্টারনেট সেবা ব্যহত হওয়ায় হতাশা প্রকাশ করেছেন অনেক শিক্ষার্থী। বিদ্যুৎ বিভ্রাট এর কথা মাথায় রেখে ,সার্ভার চালুরাখতে জরুরি ভিত্তিতে জেনারেটর সেবা চালু ও ছুটির দিন গুলোতে সার্ভার চালু রাখতে সঠিক পরিকল্পনা প্রনয়ণ করেনিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদান করতে প্রশাসনের প্রতি দাবি জানান তারা।