“বাংলাদেশ এনিম্যাল হাজবেন্ড্রি কাউন্সিল আইন ২০২৩” গঠনের উদ্যোগের প্রতিবাদে বাকৃবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক বিধি বহির্ভূত “বাংলাদেশ এনিম্যাল হাজবেন্ড্রি কাউন্সিল আইন ২০২৩” প্রণয়নে ১৮/১২/২৩ তারিখের সভাটি স্থগিত এবং বিষয়টি প্রত্যাহারে তীব্র প্রতিবাদ পূর্বক সংবাদ সম্মেলনে ও মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।

আজ দুপুর ৩ টায় অনুষদের ডিন কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে করে তারা। এসময় প্রফেসর ড. এম বাহানুর রহমান উপস্থিত সকলের মাঝে নব আলোচিত এই আইন প্রণয়নের অযৌক্তিকতা ও সৃষ্ট সমস্যাগুলো তুলে ধরেন।

উপস্থিত প্রফেসর ড. নাছরীন সুলতানা জুয়েনা বলেন, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, নির্বাচন পূর্ববর্তী সময়ে অহেতুক এ ধরনের সভার আয়োজন করা ও এ ধরনের অপ্রাসঙ্গিক বিষয় তুলে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বিদায়ী সচিব। এতে করে প্রাণিসম্পদে চলমান দীর্ঘদিনের সমস্যাকে আরও জটিল করা হচ্ছে।

এসময় ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুল আউয়াল বলেন, এ ধরনের কর্মকাণ্ড যে শুধু প্রাণিসম্পদের জন্য ক্ষতিকর তা নয়, সরকার ও দেশের ভাবমূর্তি ও ক্ষুন্ন করে। সরকার যেখানে প্রাণিসম্পদে অভিন্ন ডিগ্রি বাস্তবায়নে কাজ করছে সেখানে এই সচিব তা আরো বিভক্ত করে সরকারকে প্রশ্নবিদ্ধ করছে।

এসময় সেখানে অনুষদের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করেন ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন।

  •  
  •  
  •  
  •