বাকৃবিতে কৃষি অনুষদের ৫৮তম ব্যাচের র‍্যাগ ডে অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের ২০১৮-১৯ শিক্ষা বর্ষের (৫৮ তম ব্যাচ) শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী অনুষ্ঠান বা র‍্যাগ ডে অনুষ্ঠিত হয়েছে।

অত্যন্ত জমকালো আয়োজনে ২ দিন ব্যাপী চলে এই অনুষ্ঠান।

অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় হয় ১লা ফেব্রুয়ারী, দুপুর ১২ টায়। এরপর নানা আনুষ্ঠানিকতায় উদযাপিত হয় র‍্যাগ ডে। বর্নিল সাজে সাজানো হয় কৃষি অনুষদ ভবন সহ পুরো কৃষি অনুষদ প্রাঙ্গন এলাকা।

সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম এ আয়োজন করা হয় এক কনসার্ট অনুষ্ঠানের। উক্ত কনসার্টে সংগীত পরিবেশন করে  জনপ্রিয় ব্যান্ড আর্ক ও বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় ব্যান্ড ‘ফেডেড ব্লুজ’।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে কৃষি অনুষদের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন করা হয়।

২রা ফেব্রুয়ারী হেলিপ্যাড অঞ্চলে ফ্ল্যাশ মব এবং কৃষি অনুষদের সামনে কালার ফেস্টে মেতে উঠেন শিক্ষার্থীরা। সকলের অংশগ্রহণে এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয় তখন। পরপরই আয়োজন করা হয় বর্নাঢ্য এক র‍্যালির।

এরপর সন্ধ্যায় ‘স্মৃতিচারণ’ অনুষ্ঠানে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে অনুভূতি প্রকাশ করেন শিক্ষার্থীরা।

র‍্যাগ ডে সম্পর্কে জানতে চাইলে এক শিক্ষার্থী জানান , আমরা অত্যন্ত জাকজমক ভাবে আমাদের র‍্যাগ ডে পালন করতে চাই যেটা জীবনের শেষ দিন পর্যন্ত স্মৃতির মনি কোঠায় গাঁথা থাকবে।
সকলের স্বতস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয় র‍্যাগ ডে অনুষ্ঠান।

  •  
  •  
  •  
  •