IJNSS জার্নালে পেপার আহ্বান
নিউজ ডেস্কঃ
International Journal of Natural and Social Science (IJNSS) জার্নালে ফেব্রুয়ারি, ২০২৪ ইস্যুর জন্য পেপার আহ্বান করা হয়েছে । IJNSS একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ইনডেক্সড জার্নাল। রয়েছে DOI.
জার্নালটি সারা বিশ্বের বিভিন্ন দেশের গবেষকবৃন্দের কাজ থেকে প্রবন্ধ (গবেষণা, রিভিউ, ক্লিনিক্যাল) ছাপিয়ে আসছে ২০১৪ সাল থেকে। অনলাইনে গ্রহণকৃত প্রবন্ধ পিয়ার রিভিউয়ের মাধ্যমে গ্রহণযোগ্য হবার পরপরই অনলাইনে প্রকাশ করা হয়ে থাকে। এছাড়া জার্নালটির আলাদাভাবে রয়েছে প্রিন্ট ভার্সন।
পেপার পাঠানোর শেষ সময়ঃ ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
পেপার পাঠানো পদ্ধতিঃ ইমেইল editor.nssjournal@gmail.com অথবা অনলাইন http://ijnss.org/submit-manuscript/