বাকৃবির শিক্ষক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে ৩শ জন শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বুধবার (২০মার্চ) সন্ধায় বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইফতারের পূর্বে দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী।
বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, কেবল না খেয়ে থাকলেই রোযা হয় না। রোযার শিক্ষা নিজের মধ্যে ধারণ করে সেই অনুযায়ী আমল করতে হবে।
তিনি আরো বলেন, অভাবী অনাহারীদের কাছে প্রতিটি দিনই রোযা। তাদের প্রতি আমাদের সহানুভূতিশীল হতে হবে।
You must be logged in to post a comment.