কে.বি হাই স্কুলের এসএসসির ফলাফল উন্নতির আশ্বাস নতুন ম্যানেজিং কমিটির

নিজস্ব প্রতিবেদক:

 ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত (বাকৃবি) কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলের (কে. বি. হাই স্কুল) ২০২৪ সালের মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফল ২০২৩ সালের তুলনায় কমেছে।

রবিবার (১২ই মে) বেলা ১১ টায় সারাদেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

কে. বি. হাই স্কুলের মাধ্যমিক ও সমমানের (এসএসসি) পরীক্ষায় ২০২৪ সালে পাসের হার ৮৭ দশমিক ৮০ শতাংশ। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন মোট ২৫৪ জন শিক্ষার্থী। পাস করেছেন ২২৩ জন শিক্ষার্থী। জিপিএ ৫ পেয়েছেন ৬৫ জন শিক্ষার্থী।

তবে গতবছরের তুলনায় এবারের পাশের হার ও জিপিএ ৫ উভয়ই কমেছে। গতবছর পাশের হার ছিলো ৯৬ দশমিক ২৮ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছিল ৭৬ জন। এ ব্যাপারে হতাশা প্রকাশ করেছেন অভিভাবকেরা।

তবে ফলাফল ভালো করার ব্যাপারে স্কুলটির নতুন ম্যানেজিং কমিটি আশাবাদ ব্যক্ত করেছেন।

স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি ও বাকৃবির পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম.এ.এম. ইয়াহিয়া খন্দকার বলেন, নতুন ম্যানেজিং কমিটি হিসেবে আমরা দয়িত্ব নিয়েছি এ বছরের ফেব্রুয়ারিতে। ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য কিছু করার জন্য খুবই কম সময় পেয়েছি। তবে এবারের ফলাফলকে মাথায় নিয়ে আমরা আগামীতে যাতে ভাল করতে পারি সেজন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। আশা করি সকলের সহযোগিতায় আমরা সামনের দিনগুলোতে ভাল করতে পারব।

এ বিষয়ে অভিভাবক ও প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান জানান, এবছরের মাধ্যমিকের ফলাফল আশানুরূপ হয় নি। একজন অভিভাবক হিসেবে আশা করবো স্কুলের ম্যানেজিং কমিটি এবারের ফলাফলকে মাথায় নিয়ে সামনের বারের ফলাফল ভালো করতে সর্বাত্মক চেষ্টা করবে।

উল্লেখ্য, ময়মনসিংহ বিভাগে এবার পাসের হার ৮৪ দশমিক ৯৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ১৯৭ জন। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। গতবছর পাসের হার ছিল ৮৫ দশমিক ০৯ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ১৩ হাজার ৩২২ জন।

 

  •  
  •  
  •  
  •