পরিবেশ দিবস উপলক্ষে বাকৃবি ছাত্র ইউনিয়নের বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক:

 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পরিবেশ বিষয়ক দেয়ালিকা উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা করেছে বাকৃবি সংসদ।

 

বুধবার (৫ জুন) বিকেল ৫টায় দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫০ টি বৃক্ষ রোপণ করা হয়েছে। আগামীকাল আরও ২০০ টি গাছ রোপণ করা হবে।

 

 

এসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন – অর – রশিদ এবং সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড . আফরিনা মুস্তারিসহ ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ।

 

 

ছাত্র ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, পৃথিবীতে জলবায়ু পরিবর্তন ও  বৈশ্বিক উষ্ণতার বিরূপ প্রভাব লক্ষণীয়, যা আমাদের দেশেও বর্তমানে বিরাজমান। দেশে সবাই বৃক্ষনিধনের যে মহোৎসবে মেতেছে তার চেয়েও বেশি বৃক্ষরোপণ করা দরকার।

 

  •  
  •  
  •  
  •