বাকৃবির নিরাপত্তা জোরদারে নিরাপত্তা কর্মীদের টর্স লাইট বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নিরাপত্তা জোরদারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২৫ জুলাই ) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা শাখায় নিরাপত্তা কর্মীদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে টর্স লাইট বিতরণ করা হয়। এ সময় ড. মো. শফিকুল ইসলাম নিরাপত্তা কর্মীদের মাঝে টর্স লাইট বিতরণ করেন।

অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম নিরাপত্তা কর্মীদের ইউনিফর্ম পরে ন্যায় ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান। এ সময় তিনি নিরাপত্তা কর্মীদের মাঝে ৬২টি টর্স লাইট বিতরণ করেন।

অনুষ্ঠানে বাকৃবির প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান, প্রধান নিরাপত্তা কর্মকর্তা, উপ-প্রধান নিরাপত্তা কর্মকর্তাগণসহ নিরাপত্তা কর্মীরা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •