বাকৃবিতে জলবায়ু পরিবর্তন বিষয়ক দুইদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জলবায়ু পরিবর্তন মোকাবিলায় “ক্লাইমেট অ্যাকশনের উপর ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ” শীর্ষক দুইদিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের এগ্রোমেটিওরোলজি বিভাগের সম্মেলন কক্ষে হোপস ফর হিউম্যানিটি সেন্টারের উদ্যোগে ওই কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। এর আগে গত ২০ ডিসেম্বর কর্মশালার উদ্ভোধনী অনুষ্ঠিত হয়েছে।

সারা দেশ থেকে ২৫ জন তরুণ নেতৃত্বকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালনে ক্ষমতায়ন করার লক্ষ্য নিয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মেকাটিমের চিফ ট্রেইনার আমির হামজা।

কর্মশালার প্রথম দিনে “ফাউন্ডেশন অফ ক্লাইমেট অ্যাকশন এন্ড কমিউনিটি রেসিলিয়েন্স” বিষয়ে সেশন ও দলগত কার্যক্রম পরিচালিত হয়। দ্বিতীয় দিনে “এমপাওয়ারিং লিডারস ফর ক্লাইমেট অ্যাকশন” এর অধীনে বায়োডাইভারসিটি ম্যাপিং কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এই উদ্যোগ জলবায়ু ঝুঁকি হ্রাস ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন আয়োজকরা। মার্কিন পররাষ্ট্র দফতরের আংশিক অর্থায়নে এটি পরিচালিত হয়েছে।

হোপস ফর হিউম্যানিটি সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক সাজ্জাদ-উল-ইসলাম জানান, কর্মশালার লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি, নেতৃত্ব ক্ষমতা উন্নয়ন, এবং স্থানীয় পর্যায়ে ঝুঁকি হ্রাসে কার্যকর উদ্যোগ গ্রহণ।

 

লিমু/এসবি

  •  
  •  
  •  
  •