বাঁধনের সোহরাওয়ার্দী হল ইউনিটের সভাপতি শরিফুল, সম্পাদক লিমন

নিজস্ব প্রতিবেদক-
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাঁধনের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল ইউনিটের কার্যকরী পরিষদ ২০২৫ এর সভাপতি নির্বাচিত হয়েছেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. শরিফুল কবির ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. লিমন মিয়া।
শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় সোহরাওয়ার্দী হলের কমনরুমে আয়োজিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ওই কমিটি ঘোষণা করা হয়। এসময় বাকৃবি বাঁধনের জোনাল পরিষদের সভাপতি, অন্যান্য নেতৃবৃন্দ ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- জোনাল প্রতিনিধি মো. আলিমুল ইসলাম, সহ-সভাপতি উবায়দুল্লাহ ও ইসমাইল হক, সহ-সাধারণ সম্পাদক মাহবুর রহমান মারুফ, সাংগঠনিক সম্পাদক আসিফ দরজী, সহ-সাংগঠনিক সম্পাদক রুমানুর রহমান রুমন, কোষাধ্যক্ষ মহিউদ্দিন মুজাহিদ, দপ্তর সম্পাদক মো. ফাহিম শাহরিয়ার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাফায়েত সালেহীন সিফাত, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক মাহির বিন মাসুম। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আবুজার গিফারী, তৌফিক ওমর তপু, মিজানুর রহমান, আরাফাত হোসেন ও আরিফ শাহরিয়ার এবং সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জয় মন্ডল।
আশিক/এসবি