কেবি হাইস্কুল ময়মনসিংহে “স্কুল সপ্তাহ ২০২৫” উদ্বোধন

নিউজ ডেস্ক:
কেবি হাইস্কুল ময়মনসিংহে “স্কুল সপ্তাহ ২০২৫” উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) সকাল ০৯.০০টায় পায়রা ও বেলুন উড়িয়ে ৬ দিনব্যাপী (২৬ -৩১ জানুয়ারি) স্কুল সপ্তাহ ২০২৫ অনুষ্ঠানসূচীর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের(বাকৃবি) ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো: শহীদুল হক। প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো: মাহবুবুল আলম এর সভাপতিত্বে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো: আব্দুল আলীম।
এছাড়াও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান, কৃষিবিদ ড. ফারুক আহম্মদ, অধ্যাপক ড. মারজিয়া রহমান, অধ্যাপক ড.আনিসুর রহমান প্রমুখ । আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিন সহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তা,ছাত্র-ছাত্রী, অভিবাবকবৃন্দ এবং কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য যে, ২৬-৩১ জানুয়ারী ৬দিন ব্যাপী এই অনুষ্ঠান সূচীতে প্রথম দিনে মার্চপাস্ট, ২০২৪ সনের জুলাই-আগস্টের ঘটনাপ্রবাহ নিয়ে আকর্ষণীয় ডিসপ্লের আয়োজন করা হয়।এছাড়াও চিত্রাঙ্কন প্রদর্শনী ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী উদ্বোধন করা হয়। সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানে হামদ ও নাত, কবিতা, ছড়া, গান, গল্প বলা, লোকগীতি, নাটক ইত্যাদি নানাবিধ ইভেন্টের ব্যবস্থা রয়েছে। ৩১ জানুয়ারি বার্ষিকপুরস্কার বিতরণী এবং বিচিত্রানুষ্ঠানের মাধ্যমে স্কুল সপ্তাহ ২০২৫ শেষ হবে।