ছুটি শেষে আগামীকাল খুলছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ১৪ দিনের ছুটি শেষে মঙ্গলবার (১৭ জুন) খুলছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। আগামীকাল থেকে অ্যাকাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম স্বাভাবিক নিয়মে শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

দীর্ঘ বিরতির পর শিক্ষাজীবনের স্বাভাবিক ছন্দে ফেরার প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা। ইতোমধ্যে অনেকেই নিজ নিজ হলে ফিরে এসেছেন। ফলে শিক্ষার্থীদের উপস্থিতি ও প্রাণচাঞ্চল্যে আবারও প্রাণ ফিরে পেয়েছে বাকৃবি ক্যাম্পাস।

এদিকে ছুটি কাটিয়ে ফিরে বিশ্ববিদ্যালয়ে পা রাখার অনুভূতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করে আসার পর আবারো পড়ালেখা ও পরীক্ষার চাপ সামলানোয় ফিরে এসেছে বাস্তবতার ভার। কেউ কেউ আবেগাপ্লুত হয়ে পড়ছেন পরিবার থেকে বিদায়ের মুহূর্ত মনে করে, আবার কেউ বা নতুন উদ্যমে শুরু করতে প্রস্তুত হচ্ছেন পড়াশোনার রুটিনে ফেরা নিয়ে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩ জুন হতে ১৬ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং অফিসসমূহ বন্ধ থাকার কথা জানানো হয়।

  •  
  •  
  •  
  •