গ্রিন বাংলাদেশের শুভেচ্ছাদূত হলেন আশনা হাবিব ভাবনা

নিজস্ব প্রতিবেদক:
অলাভজনক প্রতিষ্ঠান গ্রিন বাংলাদেশের শুভেচ্ছাদূত হলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। শুক্রবার রাজধানীর লালমাটিয়ায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে দুই পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

এমন সেবামূলক কার্যক্রমের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পেরে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী ভাবনা।

তিনি বলেন, ‘আমি সব সময়ই সমাজসেবামূলক কাজে আগ্রহী। অনেকদিন ধরেই এমন কার্যক্রমে নিজেকে যুক্ত রেখেছি। এবার গ্রিন বাংলাদেশের সঙ্গে যুক্ত হলাম। আশা করি, এখান থেকেও সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করার সুযোগ পাবো।’

গ্রিন বাংলাদেশের নির্বাহী পরিচালক জাকারিয়া মোহাম্মদ পলাশ বলেন, ‘আমরা ভাবনার মতো অভিনেত্রীকে পাশে পেয়ে বেশ আনন্দিত। আমরা গাইবান্ধায় গ্রিন স্কুল কার্যক্রম চালু করেছি। খুব শিগগির নীলফামারীসহ অন্যান্য জেলায় এই কার্যক্রম শুরু করবো। এ সময় প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  

Tags: