এবার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সাবিলা নূর

বিনোদন প্রতিবেদক:
নাটক-বিজ্ঞাপনে জুড়ি নেই সাবিলা নূরের। নানামাত্রিক সব চরিত্র দর্শকদের উপহার দিয়ে তিনি পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। এই অভিনেত্রী জানালেন নতুন খবর। এবার তিনি প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে।

এরনাম ‘টয় অপারেশন থিয়েটার’। স্বল্পদৈর্ঘ্যটির চিত্রনাট্য এবং পরিচালনা করবেন তামহিদুল ইসলাম নাফি। আগামী ১৫ জানুয়ারি থেকে এর শুটিং শুরু হবে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে সাবিলা নূর বলেন, ‘শর্টফিল্মে (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র) কাজ করার ইচ্ছে একেবারেই ছিলনা। কিন্তু স্ক্রিপ্টটা এতোভালো লেগেছে যে আর না করতে পারিনি। তাছাড়া গল্পটা একেবারেই ইউনিক।’

তিনি বলেন, ‘টয় অপারেশন থিয়েটার’ শিশুদের নিয়ে একটি জনসচেতনামূলক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। আমি আশা করছি কাজটি খুব ভালো হবে; এবং দর্শকরা এর থেকে উপাদেয় একটি মেসেজ পাবেন।’

এদিকে, সাবিলা বর্তমানে দু’টি ধারাবাহিক নাটকে কাজ করছেন। একটি এজাজ মুন্নার পরিচালনায় ‘আস্থা’ এবং অন্যটি সকাল আহমেদের পরিচালনায় ‘ল্যাম্প পোষ্ট’। ‘আস্থা’ নাটকটি প্রচার হচ্ছে এনটিভিতে এবং ‘ল্যাম্প পোষ্ট’ শিগগির প্রচারে আসবে।

এছাড়া গল্প-চরিত্র বুঝে এক ঘণ্টার নাটকে কাজ করছেন সাবিলা। তিনি বলেন, ‘ধারাবাহিক নাটকে কাজের চাপ একেবারেই কমিয়ে দিয়েছি। কারণ এখানে বেশি সময় দিতে হয়। আর নতুন সিদ্ধান্ত নিয়েছি- আগে যেসব চরিত্রে কাজ করেছি, এখন থেকে আর সেসব চরিত্রে কাজ করবো না। মানে চরিত্র নির্বাচনে ভীষণ চুজি হয়েছি।’

  •  
  •  
  •  
  •  

Tags: