জনপ্রিয় সঙ্গীত শিল্পী কৃষ্ণকুমার কুন্নথ আর নেই

নিউজ ডেস্কঃ

ভারতের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী কৃষ্ণকুমার কুন্নাল (কে কে) মারা গেছেন। গত কাল রাত সাড়ে নয়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গতকাল মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে একটি গানের কনসার্টে অংশ নিতে আসেন কে কে। সন্ধ্যা ৬.৪৫ মিনিটে তিনি মঞ্চে প্রবেশ করেন এবং দর্শকের সামনে গান পরিবেশন করেন। তবে গান গাওয়ার সময়ই অসুস্থতা বোধ করেন শিল্পী। এরপরেও অবশ্য সুর থেমে থাকে নি। ৮.৪৫ মিনিটে শেষ করেন কনসার্ট। কনসার্ট শেষ করে হোটেলে পৌঁছানোর পরে বেশি অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখান থেকে নেয়া হয় হাসপাতালে। হাসপাতালে পৌঁছালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

৫৪ বছর বয়সী এ কিংবদন্তি সঙ্গীতশিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক জগতে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্য সরকারের মন্ত্রী অরূপ বিশ্বাস শোক প্রকাশ করেন।

  •  
  •  
  •  
  •