নায়িকা মাহি গ্রেফতার
নিউজ ডেস্ক:
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
শনিবার (১৮ মার্চ) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। এসময় মাহি ওমরাহ পালন করে সৌদি আরব থেকে দেশে ফিরছিলেন।
গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ কামাল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিয়া মাহিকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।