
কক্সবাজারে খুলছে হোটেল-মোটেল

নিউজ ডেস্ক:
করোনার দ্বিতীয় ঢেউয়ে সারাদেশে বিধিনিষেধ আরোপ করায় বন্ধ হয়ে যায় কক্সবাজারের হোটেল-মোটেল-রেস্তোরাঁ ও পর্যটন স্পট। ১ এপ্রিল থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা বুধবার (১১ আগস্ট) থেকে উঠে যাচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে সবকিছু শুরু হলেও কক্সবাজার সৈকত ও অন্যান্য পর্যটন স্পটে যেতে নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে প্রশাসন। স্বাস্থ্যবিধি মেনে হোটেল-মোটেল খোলা হলেও হোটেল কক্ষ ভাড়া দেয়া যাবে না পর্যটকদের।
কক্সবাজার জেলা প্রশাসন বলছে, শুধু জীবন ও জীবিকার তাগিদে যারা কক্সবাজার আসবেন তাদেরকেই রাখা যাবে এসব হোটেল-মোটেল। তবে কক্সবাজারে আগতরা কোনোভাবেই সমুদ্র সৈকতে নামতে পারবেন না। দর্শনীয় স্থানগুলোতেও যেতে পারবেন না।
মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসনের সঙ্গে পর্যটন ব্যবসায়ীদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা।
কক্সবাজার হোটেল-মোটেল অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ কলিম বলেন, ‘প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়েছে স্বাস্থ্যবিধি মেনে একটি হোটেলের অর্ধেক কক্ষ ভাড়া দেয়া যাবে। তবে কোনোভাবেই পর্যটককে কক্ষ ভাড়া দেয়া যাবে না। যারা কক্সবাজার আসবেন তাদেরকে পর্যটন স্পটে যেতে বারন করতে হবে। বিজ্ঞাপন প্রচার করা যাবে না।’
You must be logged in to post a comment.