মিয়ানমারে আইএসের হামলার আশঙ্খা

আন্তর্জাতিক ডেস্ক :

মধ্যপ্রাচ্যের চরমপন্থী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিদেশি সমর্থকদের হামলার ঝুঁকি বাড়ছে মিয়ানমারে। মালয়েশিয়ার সন্ত্রাসবাদবিরোধী সংস্থার এক শীর্ষ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

মালয়েশিয়া পুলিশের সন্ত্রাসবাদবিরোধী বিভাগের প্রধান আইয়ুব খান জানিয়েছেন, আইএসের সন্দেহভাজন এক সমর্থককে মিয়ানমকারে হামলার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া পুলিশ।

সন্দেহভাজন ওই হামলাকারী ইন্দোনেশিয়ার নাগরিক। গত মাসে তাকে গ্রেপ্তার করা হলেও পুলিশ তার পরিচয় প্রকাশ করেনি। বুধবার তার বিরুদ্ধে সন্ত্রাসীগোষ্ঠী সঙ্গে সম্পর্ক রয়েছে এমন জিনিসপত্র রাখার অভিযোগ গঠন করা হবে। অভিযোগ প্রমাণিত হলে তার সাত বছরের কারাদণ্ড হতে পারে।

আইয়ুব খান জানান, ধারণা করা হচ্ছে, রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের অব্যাহত নির্যাতনের পরিপ্রেক্ষিতে আরো অনেকেই ওই সন্দেহভাজন হামলাকারীর সঙ্গে যোগ দিতে চেয়েছিল।

তিনি বলেন, ‘সে রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের জন্য মিয়ানমার সরকারের বিরুদ্ধে জিহাদ করার পরিকল্পনা করছিল।’

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে রোহিঙ্গাদের ওপর নির্যাতন-নিপীড়ন ও গণহত্যা চালাতে শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। সেনাদের অত্যাচারে প্রায় ৩৪ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।

  •  
  •  
  •  
  •