সাহিত্য পুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন

নিউজ ডেস্কঃ

যুক্তরাষ্ট্রে চলমান ২৯তম নিউ ইয়র্ক বাংলা বইমেলায় ‘মুক্তধারা/ জিএফবি সাহিত্য পুরস্কার’ পেতে যাচ্ছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। মেলার আয়োজক মুক্তধারা ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, কাল রোববার মেলার শেষ দিন এ পুরস্কার দেয়া হবে। ফাউন্ডেশনের নির্বাহী পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে মুক্তধারা সাহিত্য পুরস্কার পেয়েছেন কবি নির্মলেন্দু গুণ, গবেষক শামসুজ্জামান খান, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ ও কথাসাহিত্যিক দিলারা হাশেম। ১৮ সেপ্টেম্বর শুরু হওয়া ১০ দিনব্যাপী এবারের মেলা করোনাভাইরাসের কারণে ভার্চুয়াল হচ্ছে। মুজিববর্ষে আয়োজিত এ মেলা উৎসর্গ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি। ২৫টি প্রকাশনা সংস্থা ও ৩০ দেশ থেকে কবি লেখক-সাহিত্যিক-শিল্পী এবারের মেলায় অংশ নিচ্ছেন।

  •  
  •  
  •  
  •  

Tags: