কলকাতা-লন্ডন ফ্লাইট ফের বন্ধ হয়ে যাচ্ছে

নিউজ ডেস্কঃ
১১ বছর বন্ধ থাকার পর ফের চালু হয়েছিল কলকাতা-লন্ডন ফ্লাইট। এমনিতেই করোনা পরিস্থিতি, তার উপরে বাণিজ্যে ভাটা। ফলে লন্ডন ফ্লাইটে যাত্রী পাওয়া যাচ্ছে না। যা পাওয়া যাচ্ছে, তাতে বিমান সংস্থার জ্বালানির খরচও উঠছে না। তাই বিমান পরিষেবা বন্ধ করার কথা চিন্তা শুরু করেছে এয়ার ইন্ডিয়া।
পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অবশ্য ইতোমধ্যেই কেন্দ্রীয় সরকারকে লন্ডনগামী ফ্লাইট বন্ধ না করার জন্য অনুরোধ করা হয়েছে। তবে রাজ্য সরকারের অনুরোধ রাখা সম্ভব হবে কি-না, তা নিয়ে সন্দিহান ভারতের বিমান পরিবহন মন্ত্রণালয়।
গত সেপ্টেম্বর থেকে যে লন্ডনগামী ফ্লাইট চালু হয়েছিল, তাতে ১২টি ফ্লাইটে সর্বসাকুল্যে যাত্রী ছিল ৭৩৮ জন। ভবিষ্যতে ওই সংখ্যা আর বাড়বে বলে মনে করছে না এয়ার ইন্ডিয়া।
বিমান পরিবহন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘পশ্চিমবঙ্গ সরকার অনুরোধ করেছে ফ্লাইট চালিয়ে যেতে। কিন্তু এই মুহূর্তে কোভিড পরিস্থিতিতে এমনিতেই বিমান শিল্পের অবস্থা খুবই খারাপ। তার ওপরে এখন ক্ষতিতে ফ্লাইট চালানো সম্ভব নয়।’
এই অবস্থায় বিমান পরিবহন মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, আগামী ডিসেম্বর থেকে কলকাতা-লন্ডন ফ্লাইট বন্ধই করে দেবে এয়ার ইন্ডিয়া।