ইন্দোনেশিয়ায় আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প

নিউজ ডেস্কঃ

শুক্রবার সকালে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ। রিখটার স্কেলে ভূকম্পের পরিমাপ ছিল ছয় দশমিক দুই।

ভূমিকম্পের পর একটি হোটেল সহ একাধিক বাড়ি ভেঙে পড়েছে। একশটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্ততপক্ষে ৩৪ জন মারা গেছেন। ৬০০ জন আহত। তার মধ্যে ২০০ জনের আঘাত গুরুতর। প্রচুর মানুষ ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েছেন। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।

ভূমিকম্পের পর হাজার হাজার মানুষ বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন। রয়টার্সকে স্থানীয় সাংবাদিক সুদিরমল স্যামুয়েল জানিয়েছেন, গভর্নরের অফিস এবং একটি শপিং মলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

উদ্ধারকারীরা যে ছবি দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে, স্থানীয় হাসপাতালের কাছে একটি বাড়ি ভেঙে পড়েছে। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, বাড়ি ভেঙে পড়ে আটকে থাকা দুই বোনকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

ইন্দোনেশিয়ার ডিজাস্টার এজেন্সি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় একাধিক ভূমিকম্প হয়েছে। এর ফলে বহু জায়গায় ধ্বস নেমেছে। অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ। সুলাওয়েসির ভয়াবহ ভূকম্পের কয়েক ঘণ্টা আগে একই জেলায় আরেকটি ভূমিকম্প হয়েছে। যার ফলে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

  •  
  •  
  •  
  •  

Tags: