সিগারেটের শেষাংশ ফেলার অপরাধে জরিমানা গুনতে হল ব্রিটিশ সংসদ সদস্যকে

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটিশ কনজারভেটিভ সংসদ সদস্য রিচার্ড হোল্ডেনকে সিগারেটের শেষাংশ ফেলার দায়ে জরিমানা করা হয়েছে। অথচ তিনি নিজেই যত্রতত্র ময়লা না ফেলার ব্যাপারে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।

গত শনিবার দুরহাম বিভাগের স্ট্যানলি এর লুইসা ভোট গণনা কেন্দ্রের বাইরে রিচার্ডকে সিগারেটের অবশেষ ছুড়ে ফেলতে দেখা যায় এবং এজন্য তাকে ১০০ ইউরো জরিমানা গুনতে হয়।

বিগত গ্রীষ্মে রিচার্ড লকডাউনে ময়লা পরিষ্কার করার একটি অভিযান পরিচালনা করেন এবং তিনি নিজে রাস্তার ময়লা পরিষ্কার করেন। তিনি জনগনকে যেখানে সেখানে ময়লা ফেলতে বিরত থাকতে বলে একটি টুইট বার্তাও প্রকাশ করেন।

তার প্রতিবেশী সংসদ সদস্য কেভান জোনস এই ঘটনায় বলেছেন, ” নিজে না মেনে অন্যকে ময়লা ফেলতে নিষেধ করা রিচার্ডের ভন্ডামির পরিচয় বহন করে।”

দুরহাম বিভাগের স্থানীয় রক্ষনাবেক্ষনের দায়িত্বে থাকা ব্যবস্থাপক ইয়ান হোল্ট শনিবার ভোট গণনাকালীন সময়ে কেন্দ্রের বাইরে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সূত্রঃ বিবিসি

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: , ,