
একসঙ্গে জন্ম নিলো ৯ শিশু

নিউজ ডেস্কঃ
মরক্কোর হাসপাতালে একসঙ্গে জন্ম নিলো ৯শিশু। সবাই বেঁচে থাকলে এটিই হবে বিশ্বে একসাথে জন্ম নেয়া ৯ শিশু বেঁচে থাকার রেকর্ড
মালিতে বসবাসকারী হালিমা সিসির ঘরে জন্ম নেয়া ৯ শিশুর মাঝে রয়েছে ৫ কন্যা ও ৪ পুত্র সন্তান। দীর্ঘ ৩০ সপ্তাহ গর্ভধারণ এর পর জন্ম হয় তাদের।
বিশেষ অবস্থা পর্যবেক্ষণ করে হালিমা সিসি কে মরক্কো পাঠায় মালির সরকার। সেখানেই সিজার প্রক্রিয়ায় জন্ম হয় শিশুগুলোর।
জন্ম নেয়া শিশুদের অবস্থা এখনো পর্যন্ত স্থিতিশীল রয়েছে বলে জানান ডাক্তার। জন্মের সময় অপরিপক্ক অবস্থায় জন্ম নেয়া শিশুদের প্রত্যেকের ওজন ৫০০গ্রাম থেকে ১ কেজির মধ্যে রয়েছে।
ডাক্তাররা জানান, এখনো পর্যন্ত ৬ জনের অবস্থা বেশ ভালো। বাকি ৩ জন সময়ে সময়ে অসুস্থ হয়ে পড়লেও তারা সকলেই আশাবাদী। সকল ডাক্তার এবং নার্স তাদের সেবায় সর্বক্ষণ নিয়োজিত আছে।
অতীত ইতিহাসে একসাথে নয়জন শিশু জন্মের ঘটনা একাধিকবার ঘটলেও কোনোবার ই বাঁচানো যায়নি সকল শিশুকে।
এ পর্যন্ত একসাথে জন্ম নেয়া সবচেয়ে বেশি সংখ্যক জীবিত শিশুর সংখ্যা ৮। ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের নাদিয়া সুলতানের কোলে জন্ম নেয়া শিশুদের বয়স এখন ১২ বছর।
You must be logged in to post a comment.