নামিবিয়ায় গণহত্যার দায় স্বীকার করে ক্ষমা চাইল জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক

বিশ শতকে শতাধিক বছর আগে নামিবিয়ায় জার্মানির চালানো হত্যাকাণ্ডকে ‘গণহত্যা’ হিসেবে স্বীকার করে ক্ষমা চাইলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। এ ঘটনায় ১৩৪ কোটি ডলার দেওয়ার কথা জানিয়েছে দেশটি। নামিবিয়ার অবকাঠামো, স্বাস্থ্যসেবা ও ক্ষতিগ্রস্তদের জন্য নানা প্রশিক্ষণ কার্যক্রমে ৩০ বছরে এই আর্থিক অনুদান দেবে জার্মানি।

জার্মান ঔপনিবেশিকরা বিংশ শতকের শুরুতে হেরেরো ও নামা জনগোষ্ঠীর লাখো মানুষকে হত্যা করে। এত বছর পর ২৮ মে, ২০২১ শুক্রবার জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস সরকারিভাবে এই হত্যাকাণ্ডকে গণহত্যা বলে স্বীকার করলেন।

এক বিবৃতিতে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, জার্মানির ঐতিহাসিক ও নৈতিক দায় থেকে আমরা নামিবিয়া ও নিহতদের উত্তরাধিকারীদের কাছে ক্ষমা চাইব। নামিবিয়া সরকারের একজন মুখপাত্র এ বিষয়ে বার্তা সংস্থা এএফপি’কে বলেন, গণহত্যার দায় স্বীকার করা জার্মানির ‘সত্য ও সঠিকের পথে প্রথম পদক্ষেপ।’

১৮৮৪ থেকে ১৯১৫ পর্যন্ত নামিবিয়া জার্মান উপনিবেশ ছিল, যার নাম ছিল ‘জার্মান দক্ষিণ-পশ্চিম আফ্রিকা।’

  •  
  •  
  •  
  •