গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ২৬,আহত ৮৫
নিউজ ডেস্ক:
গ্রিসে একটি যাত্রীবাহী ও একটি কার্গো ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮৫ জন। মঙ্গলবার রাতে (২৮ ফেব্রুয়ারি) এথেন্স থেকে উত্তরাঞ্চলীয় শহর থেসালোনিকিগামী একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে থেসালোনিকি থেকে লারিসাগামী একটি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষ হয়। এতেই হতাহতের ঘটনা ঘটে।
বুধবার দেশটির ফায়ার সার্ভিস বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দুর্ঘটনার বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে গ্রিসের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টার ইআরটি। তাদের প্রকাশিত ছবিতে দেখা গেছে, ছিটকে পড়া ট্রেনের বগি থেকে ধোঁয়া বের হচ্ছে। কয়েকটি বগি দুমড়েমুচড়ে গেছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি গাড়ি ঘটনাস্থলে কাজ করছে। তবে কী কারণে সংঘর্ষ হয়েছে তা এখনো জানা যায়নি।
দুর্ঘটনাকবলিত ট্রেন থেকে প্রায় ২৫০ জন যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানায় দেশটির কর্তৃপক্ষ।
দেশটির ফায়ার সার্ভিসের এক মুখপাত্র সংবাদ সম্মেলনে জানান, এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার হয়েছে। উদ্ধার কাজ চলছে। তবে দুর্ঘটনার কারণ এখনো অস্পষ্ট।

