শুটিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় অভিনেত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক:
শুটিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পশ্চিম বঙ্গের ছোট পর্দার অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্তের। শনিবার (২০ মে) রাতে শুটিং শেষে অ্যাপ বাইকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, লরির চাপায় মৃত্যু হয়েছে অভিনেত্রীর। পুলিশ ঘাতক লরি চালককে গ্রেফতার করেছে।
স্থানীয়রা জানিয়েছেন, সুচন্দ্রা যেই বাইকে ছিলেন সেটির সামনে হঠাৎ করেই একটি সাইকেল চলে আসে। বাইকের চালক ব্রেক কষেন। তাতে সুচন্দ্রা বাইক থেকে পড়ে যান। এসময় পেছন থেকে একটি লরি তাঁকে পিষে দিয়ে চলে যায়। অভিনেত্রীর মাথায় হেলমেট থাকলেও সেটি ভেঙে গেছে।
দুর্ঘটনার ফলে ওই সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে ইতোমধ্যে ট্রাকসহ চালককে গ্রেফতার করেছে বরাহনগর থানার পুলিশ। সুচন্দ্রার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে টলিপাড়ায়। অভিনেত্রীর পরিচিত এবং সহকর্মীরা সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন।
সূত্র : আনন্দবাজার
You must be logged in to post a comment.