সেতু থেকে বাস খাদে পড়ে ৭ জন নিহত, আহত ১৬

নিউজ ডেস্ক:
জম্মুতে বৈষ্ণো দেবী মন্দিরগামী যাত্রীদের বহনকারী একটি বাস সেতু থেকে ছিটকে গভীর খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।
মঙ্গলবার (৩০ মে) সকালে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি। সড়ক দুর্ঘটনায় আহতদের জম্মুর সরকারি মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
ঝাজ্জার কোটলি এলাকার কাছে জম্মু-শ্রীনগর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে পঞ্জাবের অমৃতসর থেকে বাসটি কাটরার দিকে যাচ্ছিল। বাসে ৭৫ জন যাত্রী ছিল।
জম্মুর ডেপুটি কমিশনার (ডিসি) অবনি লাভাসা জানিয়েছে, এই ঘটনায় ৭ জন নিহত হয়ে, আহত হয়েছে ১৬ জন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহতদের জম্মুর সরকারি মেডিকেল কলেজে আনা হয়েছে। অন্য ১২ জনকে ভর্তি করা হয়েছে স্থানীয় জনস্বাস্থ্য কেন্দ্রে।