ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় রবীন্দ্রনাথের শান্তিনিকেতন

নিউজ ডেস্ক:

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যস্থলে (ওয়ার্ল্ড হেরিটেজ সাইট) স্থান পেল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন।

রোববার (১৭ই সেপ্টেম্বর) ‘এক্স’-এ এক পোস্টে বিশ্ব সংস্থাটি এ ঘোষণা দিয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয় পশ্চিমবঙ্গের বোলপুরে অবস্থিত একটি আশ্রম এবং শিক্ষাকেন্দ্র শান্তিনিকেতন। বিশ্বে প্রথমবার একটি সচল বিশ্ববিদ্যালয় পেলো ইউনেস্কোর সম্মানজনক স্বীকৃতি। ১৮৬৩ সালে, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর নিভৃতে ঈশ্বরচিন্তা এবং ধর্মালোচনার উদ্দেশ্যে সেটি প্রতিষ্ঠা করেন। ১৯০১ সালে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ব্রহ্মবিদ্যালয় প্রতিষ্ঠা করেন। যা বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।

রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৮ সালে বিশ্বভারতীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর তিনবছর পর বিশ্বকবির উপস্থিতিতেই বিশ্বভারতীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আচার্য ব্রজেন্দ্রনাথ শীল। পরে ১৯৫১ সালে একে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করে ভারত।

  •  
  •  
  •  
  •  
ad0.3