শুরু হচ্ছে নোবেল পুরস্কার, আজ ঘোষণা চিকিৎসাবিজ্ঞানের

নিউজ ডেস্ক:
নোবেল পুরস্কার ঘোষণা শুরু হচ্ছে আজ সোমবার (২ অক্টোবর) থেকে। প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। আর প্রথমদিন চিকিৎসাশাস্ত্রের নোবেল ঘোষণা করা হয়।
ছয়টি বিভাগে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে শান্তি পুরস্কার ঘোষণা হয় নরওয়ে থেকে। সাহিত্য ও অর্থনীতিসহ অন্য পুরস্কারগুলোর ঘোষণা আসে সুইডেন থেকে। সোমবার চিকিৎসাশাস্ত্রে জয়ীর নাম জানা যাবে।
মঙ্গলবার পদার্থে আর বুধবার রসায়নে নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হবে। আগামী ৫ অক্টোবর সাহিত্য ও ৬ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীদের নাম জানা যাবে। ৯ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতির নোবেল বিজয়ীর নাম।
সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থে দেওয়া হয় চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও শান্তির নোবেল পুরস্কারগুলো।
নোবেল ডিনামাইটের উদ্ভাবক ছিলেন। তার মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল পুরস্কারটি দেওয়া শুরু হয়। পরে যুক্ত হয় অর্থনীতি। ১৯৬৮ সাল থেকে এ পুরস্কার দেওয়া শুরু করে কর্তৃপক্ষ।