পদার্থবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
নিউজ ডেস্ক:
এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন, যুক্তরাষ্ট্রের পিয়েরে আগস্টিনি, জার্মানির ফেরেঙ্ক ক্রাউজ ও সুইডেনের অ্যান ল’হুইলিয়ার।
পদার্থের ইলেক্ট্রন গতিবিদ্যা অধ্যয়নের জন্য আলোর অ্যাটোসেকেন্ড স্পন্দন তৈরি করার পরীক্ষামূলক পদ্ধতির জন্য তারা নোবেল পুরস্কার পেয়েছেন।
মঙ্গলবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে নোবেল কমিটির তাদের নাম ঘোষণা করে।
এর আগে সোমবার (২ অক্টোবর) চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। চিকিৎসাবিজ্ঞানে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন করোনাভাইরাসের টিকা তৈরির প্রযুক্তি আবিষ্কারের জন্য।