নামমাত্র মূল্যে বিক্রি হচ্ছে কোরবানীর চামড়া

নিউজ ডেস্কঃ

নামমাত্র মূল্যে বিক্রি হচ্ছে কোরবানীর চামড়া। দেশের বিভিন্ন অঞ্চলে চামড়ার দাম গরুর ক্ষেত্রে ১০০-৪০০ টাকা এবং ছাগলের চামড়া বিক্রি হচ্ছে ১০-২০ টাকায়। অনেকে আবার দাম ছাড়াই আক্ষেপ করে চামড়া  দিয়ে দিচ্ছে। সাধারণ মানুষ আক্ষেপ করে বলেন, এই চামড়ার অর্থ এতিম ও গরীবেরা পেত, চামড়ার দাম না থাকায় তারা এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

সারা দেশে এবার কোরবানির পশুর চামড়ার ব্যাপক দরপতন দেখা দিয়েছে। দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন চামড়ার মৌসুমি ব্যবসায়ীরাও । মুনাফার আশায় পুঁজি খাটিয়ে তারা এখন উল্টো লোকসানের মুখে পড়েছেন। ক্ষুব্ধ অনেকেই চামড়া বিক্রি না করে ফেলে দিচ্ছেন। অন্যদিকে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশা দেখা দিয়েছে মাদ্রাসা ও এতিমখানার উপকারভোগীদের মধ্যেও।

অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, চামড়ার দাম কমে গেলেও কমেনি চামড়ার তৈরি জিনিসপত্র। দিন দিন বেড়ে চলছে চামড়ার জুতা সেন্ডেলের দাম।  চামড়া বিক্রির টাকা গরিবের হক হলেও চামড়া ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে চামড়া বিক্রি হচ্ছে না। ।

দেশের এই সম্ভাবনাময় শিল্প হুমকির মুখে পড়েছে। এটিকে বাাঁচিয়ে রাখতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান সকলের।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: