বাংলাদেশের পোল্ট্রিখাতে শ্বাসযন্ত্রের সহ-সংক্রমণের ওপর জরিপের উদ্বোধনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশের পোল্ট্রিখাতে শ্বাসযন্ত্রের সহ-সংক্রমণের ওপর জরিপের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুর ২.৩০ থেকে ৩.৩০ পর্যন্ত ভার্চ্যুয়ালি এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিপার্টমেন্ট অফ প্যাথলজি, এসিআই (ACI) লিমিটেড এবং সিইভিএ (CEVA) এর পারস্পরিক সহযোগিতায় এই গবেষণার উদ্যোগ গ্রহণ করা হয়। এর মূল উদ্দেশ্য পোল্ট্রিতে বিদ্যমান ক্ষতিকর শ্বাসযন্ত্রের ভাইরাস সমূহ চিহ্নিতকরণ, পোল্ট্রিখাতে শ্বাসযন্ত্রের বিভিন্ন রোগের ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় সমাধান দেওয়া।
এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ মনজুর মোহাম্মদ শাহজাদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রি কো-অর্ডিনেশন কমিটির সভাপতি মি. মোশিউর রহমান এবং ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মকবুল হোসেন।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন এসিআই এগ্রিবিজনেসের সভাপতি ড. এফএইচ আনসারি। এরপর উদ্বোধনী বক্তৃতা দেন সিইভিএ এনিমেল হেলথ, ইন্ডিয়া এন্ড সাউথ এশিয়ার কান্ট্রি ডিরেক্টর ড. আনআন্ত ওয়াদকার।
এরপর রিসার্চ প্রোজেক্টের ওপর প্রেজেন্টেশন করেন বাকৃবির প্যাথলজি বিভাগের প্রফেসর ড. রোখসানা পারভীন। এরপর প্যাথলজি বিভাগের প্রধান ড. মুনমুন পারভীন বক্তৃতা প্রদান করেন।
জার্মানির ফ্রেডরিচ লোফেলার ইন্সটিটিউটের প্রফেসর ড. টিম হার্ডার বক্তব্যে বলেন, আমরা বাংলাদেশের সাথে কাজ করার বিশ্বস্ততা অর্জন করেছি। আশা করি প্রকল্পটি সফলভাবে সম্পন্ন হবে।
অনুষ্ঠানে বাকৃবির প্যাথলজি বিভাগের প্রফেসর ড. রফিকুল ইসলাম বলেন, দেশে পোল্ট্রির শ্বাসযন্ত্রের যেসব সহ-সংক্রমন রয়েছে এই প্রকল্পের মাধ্যমে তার প্রকৃত চিত্র উঠে আসবে।
You must be logged in to post a comment.