ময়মনসিংহে পোষা প্রাণির সেবায় প্রফেসর’স পেট কেয়ার

নিজস্ব প্রতিবেদকঃ

শখ থেকেই অনেকে পোষেন প্রাণি। সেই প্রাণিটিই এক সময় হয়ে ওঠে নিত্যসময়ের সঙ্গী। তাই তার পরিপূর্ণ যত্ন ও রোগ এর বিষয়টিও খেয়াল রাখা উচিত পরিবারের সদস্যের মতোই। বিভিন্ন এলাকার শৌখিন মানুষ অনেক রকম প্রাণি পোষেন।

পোষা প্রাণির স্বাস্থ্য সেবা, কুকুর, বিড়ালের বিভিন্ন রোগের টিকা প্রদান ও উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ময়মনসিংহের ২৬, দুর্গাবাড়ী রোড “রাইট পয়েন্ট” এর বিপরীতে ৪ নভেম্বর উদ্বোধন হলো প্রফেসর’স পেট কেয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল আউয়াল, সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগ এর অধ্যাপক ড. মোঃ ‍মাহমুদুল আলম (প্রতিষ্ঠাতা এবং প্রধান প্রফেসর’স পেট কেয়ার), মেডিসিন বিভাগের অধ্যাপক  ড. মো.আরিফুল ইসলাম, সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের  অধ্যাপক ড. জয়ন্ত ভট্টাচার্য, ডাঃ উসমান গনি (ইউএলও, ইটনা উপজেলা, কিশোরগঞ্জ) এবং এসিআই এনিমেল হেল্থ এর জোনাল সেলস ম্যানেজার  এম এ মালেক।

প্রফেসর’স পেট কেয়ার এর সার্বিক তত্ত্বাবধানে থাকবেন বাকৃবি’র সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগ এর সহযোগী অধ্যাপক ড. রায়হানা নাসরিন ফেরদৌসী এবং লেকচারার ডাঃ মোছাঃ অন্তরা আক্তার।

প্রফেসর’স পেট কেয়ার এ সেবা পাওয়া যাবে বিকাল ৪.৩০ থেকে রাত ৮.৩০ মিনিট পর্যন্ত।

  •  
  •  
  •  
  •  
ad0.3