সিরামের বিরুদ্ধে বাংলাদেশকে মামলার পরামর্শ

সিরাম

নিউজ ডেস্কঃ

নির্ধারিত সময়ের মাঝে করোনা ভাইরাসের টিকা দিতে ব্যর্থ হওয়ায় ভারতের সিরাম ইন্সটিটিউটের বিরুদ্ধে মামলার পরামর্শ দিলো পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির সভাপতি লে: কর্ণেল (অবসরপ্রাপ্ত) ফারুক খান।

গত রবিবার জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে এসব আলোচনা হয়।কমিটির সদস্যরা জানান,শুধু বাংলাদেশ নয়,বিশ্বের অনেক দেশকেই টিকা দিতে ব্যর্থ হয়েছে ভারতে অবস্থিত সিরাম ইন্সটিটিউট। তাঁরা আরো জানান,ইউরোপীয় ইউনিয়ন ও তাদের বিরুদ্ধে মামলা করার মত দিয়েছে।

টিকার ভবিষ্যৎ সম্পর্কিত আলোচনায় তারা জানান, একাধিক জায়গা হতে টিকা আনার চেষ্টা অব্যাহত আছে।কয়েকদিনের মাঝেই দেশে টিকার চালান আসবে বলেও তাঁরা আশাবাদী।চীনের টিকা দেশে আনার লক্ষ্যে চেষ্টা চালিয়ে যেতে সরকারকে পরামর্শ দেন তাঁরা।পাশাপাশি ভারতের সাথে সীমান্ত বন্ধে আরো কঠোর নজরদারির বিষয়ে সচেতন করেন।

উল্লেখ্য যে সবার আগে টিকা পাওয়ার দৌড়ের অংশ হিসেবে গতবছরের নভেম্বর মাসে ভারতের সিরাম ইন্সটিটিউট এর সাথে চুক্তি করে বাংলাদেশ। চুক্তি অনুযায় প্রথম ধাপে ৬ মাসের প্রতি মাসে ৫০ লক্ষ ভ্যাকসিন পাওয়ার কথা ছিলো বাংলাদেশের। কিন্তু ভারতে হঠাৎ করেই করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বহিঃবিশ্বে টিকা রপ্তানীতে নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। ফলে নির্ধারিত সময়ে বাংলাদেশ সহ বেশ কিছু দেশকে টিকা দিতে ব্যর্থ হয় সিরাম ইন্সটিটিউট।

সূত্রঃ ডিবিসি নিউজ

  •  
  •  
  •  
  •  
ad0.3