মাত্র ৫৪ মিনিটের মধ্যে সিলেটে তিন দফা ভূমিকম্প
নিউজ ডেস্কঃ হঠাৎ করেই দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সিলেটে তিন দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। সিলেট আবহাওয়া অফিস সঙ্গে সঙ্গে ভূমিকম্পের উৎপত্তিস্থল ও রিখটার স্কেলের মাত্রা জানাতে পারেনি। ভূমিকম্পে সিলেটের কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জানা গেছে, মাত্র ৫৪ মিনিটের মধ্যে সিলেটে তিন দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সকাল ১০টা ৩৭ মিনিট ও ১০টা ৫১ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। এরপর সকাল সাড়ে ১১টায় তৃতীয় দফায় ভূমিকম্প অনুভূত হয়।
সিলেট আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সিলেটে ১৪ মিনিটের ব্যবধানে দুই বার এবং সাড়ে ১১টার দিকে আবারও মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। তবে কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর উৎপত্তিস্থল ও রিখটার স্কেলের মাত্রা কত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।’
এদিকে তিন দফা ভূমিকম্প অনুভূত হওয়ায় সিলেটে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। আতঙ্কিত মানুষ দৌঁড়ে বাসাবাড়ি থেকে বেরিয়ে আসেন।

