বাথরুম থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্কঃ আজিমপুরের একটি স্টাফ কোয়ার্টারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মেয়েটির নাম ইশরাত জাহান তুষ্টি (২০)।ইশরাত জাহান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বাসাটির বাথরুম থেকে ইশরাতকে উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নেত্রকোনার আটপাড়া উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের মো. আলতাফ হোসেনের মেয়ে তিনি। হল বন্ধ থাকার কারণে ইশরাত ও তাঁর এক বান্ধবী আজিমপুর স্টাফ কোয়ার্টারের ১৮ নম্বর ভবনের নিচতলায় থাকতেন।

আজ ভোরে এই ঘটনাটি ঘটে।ইসরাত ঠিক কখন বাথরুমে গিয়েছিল এটা তার রুমমেট’রা সঠিক জানেনা,তবে ভোরে বাথরুমে শব্দ পায়, বাথরুম ভেতর থেকে লক ছিল। পরে কোন সারা শব্দ না পেয়ে তারা ৯৯৯ এ ফোন করলে পুলিশ ওফায়ার সার্ভিসের লোকজন এসে দরজা ভেঙে ফায়ার সার্ভিসের কর্মীরা ইশরাত জাহানকে উদ্ধার করেন। সকাল সাড়ে সাতটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইশরাতকে মৃত ঘোষণা করেন। ইশরাতের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।

এই বিষয়ের সুষ্ঠ তদন্তের জন্য দুই পুলিশ কে অনুরোধ জানিয়েছেন ঢাবি প্রক্টর এ কে এম গোলাম রব্বানী।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: , ,