
জুয়ার আসর থেকে শিক্ষক গ্রেফতার !

নিউজ ডেস্ক:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশ অভিযান চালিয়ে জুয়ার বোর্ড থেকে দুই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আরেক সহকারী শিক্ষককে আটক করে। সোমবার রাতে উপজেলার রামদিয়া বাজার থেকে তাদেরকে আটক করা হয়।
ভোর রাতে তাদেরকে আলমডাঙ্গা থানায় নিয়ে আসা হয়। জীবনে আর জুয়া খেলবে না এমন শর্তযুক্ত মুচলেকায় স্বাক্ষর নিয়ে সকালে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
জুয়ার আসর থেকে আটক তিন শিক্ষক হলেন- উপজেলার ঘোলদাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধানশিক্ষক আব্দুল হান্নান (৫৪), ঘোলদাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন (৫৮) ও জেসিবি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) আব্দুর রাজ্জাক।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বলেন, শিক্ষক হিসেবে তারা সমাজের সম্মানিত ব্যাক্তি। তাছাড়া বিভিন্ন মহলের অনুরোধ ছিল। সবকিছু বিবেচনা করে মুচলেকায় স্বাক্ষর করিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
You must be logged in to post a comment.