৪৩ তম বিসিএস প্রিলি শুরু

নিউজ ডেস্ক: বিসিএসের প্রিলি পরীক্ষা শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় শুরু হয়েছে শুরু হয়েছে। এ বছর ১ হাজার ৮১৪ টি পদের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন ৪ লাখ ৩৫ হাজার ১৯০ জন চাকরি প্রত্যাশী।

দেশের ৮টি বিভাগের ৩৬৯টি কেন্দ্রে সকাল ১০টা থেকে একযোগে পরীক্ষা শুরু হয়। যা শেষ হবে বেলা ১২টায়।

রাজধানীর পরীক্ষা কেন্দ্রগুলোতে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে থেকেই হাজারো পরীক্ষার্থীর উপচেপড়া ভিড় দেখা গেছে। এ সময় অনেকটাই উপেক্ষিত স্বাস্থ্যবিধি।

এদিকে বিসিএস ছাড়াও শুক্রবার একই দিন রাষ্ট্রীয় ১২টি সংস্থার নিয়োগ পরীক্ষায় অংশ নিচ্ছেন আরও কয়েক লাখ চাকরি প্রত্যাশী। তবে একই দিন বিসিএস ও অন্য পরীক্ষা হওয়ায় ক্ষোভ জানান পরীক্ষার্থীরা।

এদিকে গুরুত্বপূর্ণ এ পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ১৭৭ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: