শপিংমল খোলার নতুন সময় নির্ধারণ

নিউজ ডেস্কঃ

দেশে দিনকে দিন বাড়ছে বিদ্যুৎ উৎপাদনের প্রতিবন্ধকতা, ফলে আশানুরূপ হচ্ছে না বিদ্যুৎ উৎপাদন। বিদ্যুৎ এর এই ঘাটতিপোষাতে সরকার গ্রহণ করেছে বিভিন্ন পদক্ষেপ। সরকারকে সহযোগিতার  অংশ হিসেবে ঢাকাসহ বাংলাদেশের সব মার্কেট শপিংমল সকাল ৯টার পরিবর্তে সকাল ১১টা থেকে খুলতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতি।

সোমবার (১৮ জুলাই) বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ সাধারণ সম্পাদক আরিফুররহমান টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় সরকারের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ীহওয়ার সিদ্ধান্তের সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে একমত পোষণ করে ঢাকাসহ বাংলাদেশের সকল মার্কেট, শপিংমল দোকান সকাল ৯টার পরিবর্তে সকাল ১১টায় খোলা এবং এসি ব্যবহারে সীমিত বা পরিহার করার জন্য বিশেষভাবেআহ্বান করা যাচ্ছে।

এদিকে, সোমবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রীরবিদ্যুৎ, জ্বালানি খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা . তৌফিকইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস।

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিকএলাহী চৌধুরী বলেন, মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকাভিত্তিক লোডশেডিং শুরুহবে। একইসঙ্গে জ্বালানি সাশ্রয়ে মসজিদসহ সব ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার সময় ছাড়া এয়ার কন্ডিশনার বা এসি ব্যবহার বন্ধথাকবে বলে  জানান তিনি।


একইসঙ্গে সরকারিবেসরকারি অফিসের সময় এক থেকে দুই ঘণ্টা কমিয়ে আনার পাশাপাশি সরকারিবেসরকারি অফিসভার্চুয়ালি করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এটি এখনও চূড়ান্ত হয়নি বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

  •  
  •  
  •  
  •  
ad0.3