নতুন সময়সূচিতে চলছে অফিস
নিউজ ডেস্ক:
জ্বালানি সাশ্রয়ে আজ বুধবার (২৪ আগস্ট) থেকে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস টাইম সকাল ৮টা থেকে শুরু হয়েছে। চলবে বিকাল ৩টা পর্যন্ত।
নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে বাংলাদেশ সচিবালয়ের অফিস কার্যক্রম শুরু হয়েছে।
প্রথম দিনেই সংশ্লিষ্ট দপ্তরগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি দেখা গেছে। বিভিন্ন প্রবেশপথেও দেখা গেছে যানবাহনের সারি।
বাংলাদেশ সচিবালয়ের সংলগ্ন রাস্তাটি যানজটে পূর্ণ থাকলেও আজ ৮টার পর সেটি খালি পাওয়া গেছে।
এদিকে, সরকারি অফিসের পাশাপশি ১ঘণ্টা এগিয়ে ব্যাংকিং কার্যক্রমও সকাল ৯টা থেকে শুরু হয়েছে। চলবে ৪টা পর্যন্ত।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বেসরকারি অফিসের সময় কমানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে, এখনো সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি।
প্রসঙ্গত, গত সোমবার (২২ আগস্ট) দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে অফিসের নতুন সময়সূচির কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।