চলতি বছর ৪ হাজারেরও বেশি কর্মী যাবে দ. কোরিয়ায়

নিউজ ডেস্ক:
ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-গুন জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ায় এ বছর ৪ হাজারেরও বেশি কর্মী যাবেন।

বুধবার (৩১ আগস্ট ) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-গুন বলেন, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অনেক ক্ষেত্রেই উন্নয়ন হয়েছে, তবে বাণিজ্যে সবচেয়ে বেশি। রেকর্ড বাণিজ্য হয়েছে ২.৩ বিলিয়ন ডলার যার মধ্যে দুটি দেশের মধ্যে কোরিয়ার রফতানি ৮০ শতাংশ ও বাংলাদেশের ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

রাষ্ট্রদূত বলেন, করোনার আগে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের কর্মী সবচেয়ে বেশি গমন করেছে। চলতি বছর ৪ হাজার কর্মী কোরিয়ায় যাচ্ছে। যা গত কয়েক বছরে দ্বিগুণ বৃদ্ধি হয়েছে।

লি জ্যাং কিউন বলেন, কোরিয়া বাংলাদেশে অন্যতম বড় বিনিয়োগকারী দেশ। প্রতিবছর ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ বাড়ছে।

রোহিঙ্গা ইস্যুতে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, এটি শুধু বাংলাদেশের ইস্যু নয়। এটি বিশ্ব ইস্যু। আমরা রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন সবসময় চেয়ে আসছি। একটি শুধু মানবিক ইস্যু নয়, এটি মানবাধিকার ইস্যুও। এ খাতে প্রতিবছর ৪ থেকে ৫ মিলিয়ন ডলার দিয়ে যাচ্ছে, এমনকী ভাষাণচরে রোহিঙ্গাদের নিয়ে যেতে সহযোগিতা করেছে। জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে সবকটি রেজুলেশন কোরিয়া সমর্থন দিয়ে গেছে।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের বিভিন্ন অবকাঠামোয় প্রযুক্তিগত সহযোগিতা দিতে কোরিয়া কাজ করে যাচ্ছে।
ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস, সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিন বক্তব্যে রাখেন।

  •  
  •  
  •  
  •