রাশিয়া থেকে গম ও ভারত-ভিয়েতনাম থেকে চাল আমদানি
নিউজ ডেস্কঃ
রাশিয়া থেকে সরকারি পর্যায়ে ৫ লাখ টন গম এবং ভিয়েতনাম ও ভারত থেকে ২ লাখ ৩০ হাজার টন চাল আমদানি করবেসরকার।
বুধবার (৩১ আগস্ট) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
সভাশেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক বলেন, খাদ্য মন্ত্রণালয়ের আওতায় রাশিয়া থেকে জিটুজিপর্যায়ে ৫ লাখ টন গম আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়। প্রতি কেজি গমের মূল্য ধরা হয়েছে ৪০ দশমিক ৮৫ টাকা।রাশিয়ার একটি কোম্পানিকে সুপারিশ করা হয়েছে। এতে মোট ব্যয় হবে ২ হাজার ৪২ কোটি ৫০ লাখ টাকা।
গম রুবলে কেনা হবে, নাকি ডলারে–এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন, ‘আমাদের প্রস্তাবে টাকার অঙ্ক দেয়া হয়েছে।মিটিংয়ে কোন মুদ্রায় কেনা হবে সে বিষয়ে আলোচনা হয়নি। তবে ডলারে কেনা হলে হিসাবে প্রতি ডলার ৯৫ টাকা ধরে ২১ কোটি৫০ লাখ মার্কিন ডলার খরচ পড়বে।‘
তিনি বলেন, ভারত ও ভিয়েতনাম থেকে ২ লাখ ৩০ হাজার মেট্রিক টন চাল আমদানির ক্রয়াদেশ ক্রয় কমিটির অনুমোদনপেয়েছে।
‘জিটুজি’ অর্থাৎ দুই দেশের সরকারি পর্যায়ে এই কেনাকাটা করা হবে বলে জানান তিনি।