
এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়িপেটা, এলাকাবাসীর মানববন্ধন

নিউজ ডেস্কঃ
মাদারীপুরে এসএসসি পরীক্ষার্থী মাহাদী নূর চয়নের ওপর হামলা ও হাতুড়িপেটার ঘটনায় মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে শহরের আসমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনেই ঘণ্টাব্যাপী এ কর্মসূচিপালন করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভন্ন স্তরের মানুষ অংশ নেন। এ সময় তারা মেধাবী শিক্ষার্থী মাহাদীনূর চয়নের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি এ ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাদারীপুর শ্রমিক ইউনিয়নের শ্রমিক নেতা ফায়েজুল শরীফ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদকসাইফুর রহমান রুবেল খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (একাংশ) আবির মাহমুদ তানভীর।
সোমবার ভুগোল পরীক্ষায় অংশ নিতে ইউআই স্কুল কেন্দ্রে যায় চয়ন। পরীক্ষা শেষে দুপুর দেড়টার দিকে স্কুলের সামনে থেকেহেঁটে বাড়ি ফিরছিল। পথিমধ্যে ১০–১৫ জনের একদল দুর্বৃত্ত তারে ওপর প্রথমে হামলা চালায়। পরে দুর্বৃত্তরা এলোপাতাড়িহাতুড়িপেটা করে গুরুতর আহত করে। চয়নের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়লোকজন এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। আহত চয়ন রহমান (১৭) আসমত আলীখান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী ও সে শহরের হরিকুমারিয়া এলাকার মিজানুর রহমানের ছেলে।
You must be logged in to post a comment.