আজ জাতীয় গ্রন্থাগার দিবস

নিউজ ডেস্কঃ
আজ ৫ ফেব্রুয়ারি, জাতীয় গ্রন্থাগার দিবস।
এবার দিবসটির প্রতিপাদ্য ‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’।
একুশে বইমেলা, একুশে ফেব্রুয়ারিসঙ্গে সামঞ্জস্য রেখে এদিন দিবসটি পালনের সিদ্ধান্ত নেয় সরকার।
দিবসটি উপলক্ষে গণগ্রন্থাগার অধিদপ্তর বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
এ দিবস উপলক্ষে পৃথক পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি বলেন, বই মানুষের প্রকৃত বন্ধু যা জ্ঞানের পরিধি বাড়ায় ও মনুষ্যত্বকে জাগ্রত করে। মনের খোরাক মেটানোর পাশাপাশি বই মানুষের অভিজ্ঞতা বাড়িয়ে নিজেকে জ্ঞানের আলোয় আলোকিত করতে সহায়তা করে।
প্রধানমন্ত্রী বলেন, টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমাধিসৌধ গ্রন্থাগারটিকে একটি আধুনিক দৃষ্টিনন্দন গ্রন্থাগার হিসেবে গড়ে তোলা হয়েছে। স্কুলপর্যায়ে লাইব্রেরি-ঘণ্টা চালুর জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
২০১৭ সালের ৩০ অক্টোবর মন্ত্রিসভার সিদ্ধান্তে ৫ ফেব্রুয়ারিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এরপর ২০১৮ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।
You must be logged in to post a comment.