গুগলে উড়ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা

নিউজ ডেস্ক:

আজ ২৬ শে মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বিশ্বের বুকে লাল-সবুজের পতাকা ওড়ানোর দিন আজ। ১৯৭১ সালের এই দিন বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল। বাঙালির এই গৌরবের দিনে বাংলাদেশকে শুভেচ্ছা জানাতে ভোলেনি গুগল। গুগল তার ব্যবহারকারীদের লাল-সবুজে অভিবাদন জানাচ্ছে।

বিশেষ দিবসে বদলে যায় গুগলের ডুডল। আর বিশ্বের ইতিহাসে বাংলার স্বাধীনতা যে অনেক বড় ঘটনা, বিশ্বায়ন ও তথ্যপ্রযুক্তির এ যুগে তা এখন কমবেশি সবারই জানা। আর তাই স্বাধীনতা দিবসের শুরুতেই গুগল বদলে দেয় তাদের ডুডল।

ডুডলের ওপর ক্লিক করলে বাংলাদেশের স্বাধীনতা দিবস সম্পর্কিত সার্চ পেজে নিয়ে যাচ্ছে গুগল। পেজটিতে প্রবেশ করার পরপরই স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারের পর্দায় দেখা যাচ্ছে আতশবাজির মাধ্যমে স্বাধীনতা দিবস উদ্যাপনের দৃশ্য। মনোমুগ্ধকর এ আতশবাজির মাধ্যমে লাল–সবুজের পতাকাও ফুটিয়ে তোলা হয়েছে।

২০১৩ সালে বাংলাদেশের স্বাধীনতা দিবসে প্রথমবার ডুডল প্রদর্শন করেছিল গুগল কর্তৃপক্ষ। বেশ কয়েক বছর ধরেই স্বাধীনতা দিবসসহ বাংলাদেশের বিশেষ দিনগুলোয় ডুডল প্রকাশ করছে গুগল।

  •  
  •  
  •  
  •  
ad0.3